নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ জানুয়ারি : ধর্মনগর মোটর স্ট্যান্ডের যাতায়াতের একমাত্র ব্রিজ ভেঙে যাতায়াত বন্ধ হওয়ায় চরম বিপাকে সাধারন মানুষ। শনিবার সকাল থেকে যানজট চরম আকার ধারণ করে।
উল্লেখ্য, ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে জুরি নদীর উপর দুটি ব্রিজ রয়েছে একটি দিয়ে শহরে প্রবেশ এবং একটি দিয়ে শহর থেকে বের হওয়ার জন্য ব্যবহার করা হয়। তারমধ্যে শহর থেকে বের হওয়ার যে ব্রিজটি সেটি শনিবার সকাল থেকে চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় যানজট চরম আকার ধারণ করে।
ফলে শুধুমাত্র শহরে প্রবেশের ব্রিজটি দিয়ে যাতায়েত করতে হয় সাধারন মানুষকে। ওই ব্রিজের প্রশস্ততা কম হওয়ায় একই সাথে গাড়ি যাওয়া এবং আসার ফলে চরম যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য বড় ব্রিজটি ভাঙ্গার পর নতুন করে নির্মাণের জন্য টেন্ডার ইতিমধ্যেই হয়ে গেছে যদিও কাজ শুরু হয়নি। আপাদকালীন পরিস্থিতিতে দুই দিকে দুইটি ব্রিজ বানিয়ে যাওয়া আসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তারমধ্যে একটি ভেঙ্গে যাওয়ায় যানজট যেমন চরম আকার ধারণ করেছে। তেমনি সাধারণ মানুষের জীবনযাপন শনিবার সকাল থেকে বিশাল অন্তরায় সৃষ্টি করছে।

