পশ্চিম মেদিনীপুর, ১৯ জানুয়ারি (হি.স.) : রেল লাইনের ধার থেকে শুক্রবার বস্তাবন্দি একটি দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল খড়গপুরের বাখরাবাদে। কে ওই ব্যক্তি? কেন খুন? ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, সকালে খড়গপুরের বাখরাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে কাজ করছিলেন রেলকর্মীরা। সেই সময় তাঁরা একটি বস্তা পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় জিআরপিতে। বস্তা খুলতেই ভয়ংকর দৃশ্য। দেখা যায়, ভিতরে এক ব্যক্তির দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জিআরপি সূত্রে খবর, দেহটি কার তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, মৃতের বয়স আনুমানিক ৪০ বছর। সম্ভবত অন্যত্র খুনের পর প্রমাণ লোপাটে দেহটি বস্তায় ভরে রেল লাইনের পাশে ফেলে গেছে কেউ বা কারা।
তবে কে বা কারা এর নেপথ্যে তা জানার চেষ্টা চলছে। যে বস্তায় ব্যক্তির দেহ মিলেছে, তার সূত্র ধরে মৃতের পরিচয় জানার চেষ্টায় তদন্তকারীরারা।

