সামাজিক মাধ্যমে সংগীতশিল্পী সুরিনাম, ত্রিনিদাদ ও টোবাগোর ভজন শেয়ার প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : সংগীতশিল্পী সুরিনাম, ত্রিনিদাদ এবং টোবাগোর ভজন সামাজিক মাধ্যমে শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স-এ মোদী এঁনাদের ভজন শেয়ার করে নিজের মতামত জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এঁনাদের ভজনগুলিতে রামায়ণের চিরন্তন বার্তা রয়েছে। রামায়ণের বাণী সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে। এখানে সুরিনাম, ত্রিনিদাদ এবং টোবাগোর কিছু ভজন রইল। ” এই বার্তা লিখে প্রধানমন্ত্রী ভজনগুলো দেশবাসীর উদ্দেশে শেয়ার করেছেন।