হাফলং (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (এনসিএইচএসি)–এর পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) মোহিত হোজাই। আজ শুক্রবার ২৮ সদস্য বিশিষ্ট উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এমনই ইঙ্গিত দিলেন বর্তমান সিইএম দেবোলাল গার্লোসা।
দেবোলাল গার্লোসা সাংবাদিকদের বলেন, আজ বিকালে বিজেপির পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ঠিক করা হবে পার্বত্য পরিষদের পরবর্তী চেয়ারম্যান কে হবেন। তার পর বিষয়টি নিয়ে দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চেয়ারম্যান হবেন বিনা প্রতিদ্বন্দিতায়। তিনি জানান, আগামীকাল শনিবার চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেবোলাল গার্লোসা বলেন, মোহিত হোজাই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য। চেয়ারম্যান মনোনীত হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে বিজেপির পরিষদীয় বৈঠকে ঠিক করা হবে বিধান পরিষদীয় দলের নেতা তথা মুখ্য কার্যনির্বাহী সদস্য। এর পর ওই নাম রাজ্যপালের অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হবে। গোটা প্রক্রিয়া আগামী ২৬ জানুয়ারির আগেই হয়ে যাবে বলে জানান দেবোলাল গার্লোসা।
এদিকে, সব কিছু ঠিকঠাক থাকলে ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য পরিষদে পরবর্তী মুখ্য কার্যনির্বাহী সদস্য পদে যে দেবোলাল গার্লোসা পুনরায় বসতে চলছেন তা এক প্রকার নিশ্চিত।
দেবোলাল আজ ফের কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, ১৯৫২ সালে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ গঠন হয়েছিল। এর পর পরিষদে বেশিরভাগ সময় কংগ্রেসই ক্ষমতায় ছিল। কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন পরিষদ কোনওদিন শান্তি বা উন্নয়নের লক্ষ্যে কাজ করেনি। যার দরুন আজ কংগ্রেসের এই করুণ দশা।
গার্লোসা বলেন, এবারের নির্বাচনে বিজেপির ধারে-কাছে আসতে পারেনি কংগ্রেস। পরিষদের সব কয়টি আসনে বিজেপি-প্রার্থীর সঙ্গে লড়াই হয়েছে নির্দল প্রার্থী। তাই এবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে কংগ্রেসশূন্য হয়ে পড়েছে এবং আগামীতে যত নির্বাচন হবে সব নির্বাচনে কংগ্রেস শূন্যস্থানে অবস্থান করবে বলে দাবি করেন দেবোলাল গার্লোসা।
এদিকে আজ শুক্রবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আজ দুপুর ১২টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। পরিষদের নবনির্বাচিত ২৮ জন সদস্যকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্ত কুমার দাস। এদিন পরিষদের ২৮ সদস্যের মধ্যে অধিকাংশ সদস্য নিজের মাতৃভাষায় শপথ গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত ত্রয়োদশ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে ২৮–এর মধ্যে বিজেপি দখল করেছে ২৫টি আসন। বাকি তিনটি গেছে নির্দলীয়ের দখলে।