কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের সঙ্গে জোট বার্তা এখনও চলছে। কংগ্রেস হাইকম্যান্ড এখনও চাইছে তৃণমূলের সঙ্গে জোট করে লোকসভার লড়াইয়ে নামতে। এরই মধ্যে রাজ্যে কংগ্রেসের সবচেয়ে শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে নজর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শুক্রবার মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওই জেলায় তাঁর দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা নেতাদের সঙ্গে। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে যাতে জেলার নেতাকর্মীরা একসঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়তে পারেন, সেই নির্দেশ দেন।
এত দ্রুততার সঙ্গে মমতার মুর্শিদাবাদ নিয়ে আলোচনা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ তৃণমূল নেত্রী আগেই কংগ্রেসকে জানিয়েছেন, তাঁদের জেতা দুটি আসন ছেড়ে দেওয়া হবে কংগ্রেসকে। সেই দুটি আসনের মধ্যেই রয়েছে বহরমপুর।
এদিনের বৈঠকে মমতার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম প্রমুখ দলের কিছু শীর্ষ নেতা। বৈঠকে উপস্থিত জেলা নেতৃত্বকে রাজনৈতিক অক্সিজেন দিতে চাইলেন দলনেত্রী। জানালেন, রণকৌশল কী রকম হলে ভাল হয়। অধীর চৌধুরীর নাম না করে বুঝিয়ে দিলেন তিিই তাঁর (দলনেত্রী) চোখের বালি। এটা প্রাথমিক পর্যালোচনা। এর পর দলনেত্রী জেলায় জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন।
রাজনৈতিক মহলের ধারণা, জাতীয় স্তরে জোট প্রক্রিয়া ভেস্তে যাওয়ার সম্ভাবনায় নিজেদের মতো প্রস্তুতি সেরে রাখতে চাইছে তৃণমূল। শেষে জোট না হলে লড়াইয়ে যেন অসুবিধা না হয়, সেকারণেই নেত্রীর এত দ্রুততার সঙ্গে বৈঠক।

