কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.) : আগামী ২২শে তৃণমূলের ‘সংহতি মিছিল’ সর্বান্তকরণে সফল করতে ব্লক স্তর পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে। শুরু হয়েছে তার পরিকল্পনা। এই মিছিল এবং সভায় ধর্মগুরুদের সামনের সারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্নে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার মমতা জানিয়েছেন, ওই দিন হাজরা মোড় থেকে মিছিল শুরুর আগে কালীঘাট মন্দিরে যাবেন তিনি। তৃণমূলের মিছিল বিজেপির মন্দিরের আড়ালের রাজনীতিকে প্রকাশ্যে আনাই তৃণমূলের লক্ষ্য, এমনটাই মনে করছে বাংলার রাজনীতির কারবারিরা।
দলনেত্রীর ঘোষণার পর সেই কর্মসূচি রাজ্যের প্রতিটি জেলা তথা ব্লকে পৌঁছে দিতে নির্দেশনামা জারি করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। লিখিত বার্তায় নির্দেশ দেওয়া হয়েছে, “মিছিলে সব ধর্মের মানুষের যোগদান বাঞ্ছনীয় এবং মিছিলের সামনের সারিতে ধর্মগুরুদের রাখতে হবে। যেখানে মিছিল শেষ হবে সেখানেই একটি মঞ্চ থেকে সমন্বয়ের উপর ধর্মগুরুদের বক্তৃতার আয়োজন করতে হবে।”
লিখিত বার্তাটি পাঠানো হয়েছে দলের জেলা সংগঠনের সভাপতি এবং চেয়ারম্যানদের কাছে। তাঁদেরকে সেই বার্তা ব্লকে ব্লকে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মমতা বলেছিলেন, ‘‘মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ছুঁয়ে, সর্ব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল করব।’’ দলের পাশাপাশি, বৃহত্তর নাগরিক সমাজকেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী।
বাংলার রাজনীতির কারবারীদের মতে, এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে সম্প্রীতির বার্তা দিতেই রাজ্য জুড়ে এই সংহতি মিছিলের আয়োজন।
হাজরা মোড় থেকে ২২ জানুয়ারি মিছিল শুরু করবেন মমতা। তার পর তা যাবে পার্কসার্কাস ময়দানে। সেখানে একটি সভাও করবেন তিনি। একই ধাঁচে যাতে রাজ্যের প্রতিটি ব্লকে সংহতির বার্তা দেওয়া যায়, তাই এই কর্মসূচি পালনের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন সুব্রতবাবু। সঙ্গে জেলা ও ব্লকের মিছিলগুলিতেও ধর্মগুরুদের উপস্থিতি রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।

