নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি : ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এর উদ্যোগে মোহনপুরের রাঙ্গা ছড়াস্থিত গৌড় পাড়ায় এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এলাকার দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করা হয় কম্বল ও এলইডি বাল্ব।
ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের এক বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান টিপিটিএল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মন।
এদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে এলাকার মানুষের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ঔষধ বিতরণ করেন।
এদিন এই স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএসইসিএল এর(ফাইনান্স) ডাইরেক্টর এস এস ডুগড়া, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইসচেয়ারম্যান রাকেশ দেব, চেয়ারপারসন রিনা দেববর্মা সহ অন্যান্যরা।