ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। ১০ উইকেট অক্ষত রেখে জয় হাসিল করে নিলো জিবি প্লে সেন্টার। সদর অনুর্ধ ১৫ক্রিকেটে বৃহস্পতিবার এই ঘটনা ঘটলো রানিরবাজার মাঠে। টস জিতলেও ম্যাচ আর জেতা হলো না শেষ অবধি কর্নেল কোচিং সেন্টারের। প্রথমে ব্যাট করে কর্নেল শিবির ৩৩.২ ওভারে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৮৪ রান। ব্যাটে দলের পক্ষে নীলাদ্রি দাস ৩৩,শতভিক ঘোষ ৯ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ২০ রানের। বলে জিবির পক্ষে উজ্বয়ন বর্মণ ৪ টি এবং দুটি করে উইকেট দখল করে ডার নিয়েল চক্রবর্তী, ঋতুরাজ ঘোষরা।পাল্টা খেলতে নেমে জিবি প্লে সেন্টার ৮.১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে সৌমরাংশু পাল ৪৩, রাজদীপ ঘোষ ৩২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হয়।
2024-01-18

