দরিদ্রদের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): দরিদ্রদের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে বার্তালাপে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের সরকার স্বচ্ছতা এবং সম্পূর্ণ সততার সঙ্গে প্রচেষ্টা চালিয়েছে। সরকার দরিদ্রদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাকা বাড়ি পেয়েছে ৪ কোটির বেশি পরিবার। এর মধ্যে ৭০ শতাংশের বেশি বাড়ি মহিলাদের নামে নথিভুক্ত করা হয়েছে। ভারতে নারী শক্তি কীভাবে ক্ষমতায়িত হচ্ছে, তার এটি আরেকটি উদাহরণ।”

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে বার্তালাপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “স্বাধীনতার পর এত দশক ধরে কেউ বৃহন্নলাদের কথা চিন্তা করেনি। আমাদের সরকারই প্রথমবার বৃহন্নলা সম্প্রদায়ের অসুবিধা নিয়ে উদ্বিগ্ন ছিল এবং তাঁদের জীবনকে সহজ করতে অগ্রাধিকার দিয়েছিল। ২০১৯ সালে আমাদের সরকার কিন্নর সম্প্রদায়ের সুরক্ষার জন্য একটি আইন এনেছে। এই কারণে কিন্নর সম্প্রদায় সমাজে সম্মানজনক স্থান পেয়েছে এবং তাঁদের প্রতি বৈষম্য হ্রাস পেয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “২০১৪ সালের আগে স্বনির্ভর গোষ্ঠী গঠন শুধুমাত্র কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল অথবা বেশিরভাগই নেতাদের অনুষ্ঠানে ভিড় জড়ো করার একটি মাধ্যম ছিল। আমাদের সরকারই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যাঙ্কগুলির সঙ্গে যুক্ত করেছে এবং ঋণ দেওয়ার সীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করেছে৷ আমাদের সরকারের ১০ বছরে প্রায় ১০ কোটি বোন স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিয়েছেন।”