“‘আমি সুভাষ বলছি….’-র মতো বার্তা পাঠাচ্ছে শাহজাহান, পুলিশ কী করছে”, প্রশ্ন ইডি-র

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালিকাণ্ডে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল ইডি। অন্যদিকে, ইডি ব্যঙ্গ করে তুলনা করল নেতাজী সুভাষচন্দ্রের সঙ্গে।

কলকাতা হাই কোর্টে ইডির আইনজীবী বলেন, ‘‘ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তার পরেও পুলিশ খুঁজে পাচ্ছে না?’’ সে সময় ইডি বলে, ‘আমি সুভাষ বলছি….’-র মতো বার্তা পাঠাচ্ছে শাহজাহান। পুলিশ কী করছে?”

এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেননি? এদিন এজলাসে বিচারপতির এই প্রশ্নের উত্তরে রাজ্যের কৌঁশুলি বলেন, “খোঁজ চলছে”।

ইডির উদ্দেশে বিচারপতি বলেন, একটা ক্ষমতাশালী কেন্দ্রীয় সংস্থা হয়ে আপনারা ধরতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েও ধরতে পারছেন না। আর সিবিআই গ্রেফতার করতে পারবে, এটা মনে করছেন?

ইডি জবাবে বলে, দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। এই ঘটনায় গত ১২ দিন ধরে পুলিশ ধরতে পারনি।

বুধবার সন্দেশখালি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় সিবিআই এবং রাজ্যকে এক জন করে এসপি পদমর্যাদার অফিসারের নাম দুপুরে আদালতে জমা দিতে হবে। বিকেলে রায় ঘোষণা করবে হাই কোর্ট।

সন্দেশখালি মামলায় ইডির হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু এবং আইনজীবী ধীরাজ ত্রিবেদী সওয়াল করেন। রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়।