রোমা, ১৭ জানুয়ারি (হি.স.): মরিনহোকে বরখাস্ত করার কয়েক ঘন্টা পর নতুন কোচ নিয়োগ করল রোমা। বাজে পারফরম্যান্সের দায়ে পর্তুগিজ কোচ জোসে মরিনহোকে গতকাল বরখাস্ত করেছিল ইতালিয়ান ক্লাব রোমা। এখন থেকে ডাগআউটের দায়িত্ব সামলাবেন দলটির প্রাক্তন ফুটবলার ড্যানিয়েল ডি রসি।
২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত রোমার হয়ে খেলেছেন রসি। চলতি মরসুমের বাকি সময়টার জন্য ডি রসিকে রোমার হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে রোমা জানিয়েছে, ‘ডি রোসি ১৮ বছরের ক্যারিয়ার শেষে হেড কোচ হয়ে আবার ফিরছেন রোমায়।” সেই সঙ্গে বিবৃতিতে রোমা আরও জানিয়েছে, ‘রসিকে দায়িত্ব দিতে পেরে আমরা খুশি। আমরা মনে করি চলতি মরসুমের বাকিটা সময় তার নেতৃত্ব আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।’

