স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জানুয়ারি: আজ সকালে কের চৌমুহনী কালী মন্দির এবং রামনগর ১ নং রোডের শনি মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান জানিয়েছিলেন ১৫ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত মন্দির ও তীর্থস্থান স্বচ্ছতা অভিযান কর্মসূচি শুরু করতে। সেই লক্ষ্যে আজ সকালে কের চৌমুহনী কালী মন্দির এবং রামনগর ১ নং রোডের শনি মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ গ্রহণ করেছেন তিনি।

এদিন তিনি আপামর জনগনের কাছে কর্মসূচিতে যোগদান করার জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন।