শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলা : মথুরার মসজিদে সার্ভেতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি-শাহি ইদগাহ মসজিদ বিবাদ মামলায় মসজিদের সার্ভের জন্য কমিশনার নিয়োগের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মসজিদের সার্ভে করার বিষয়ে একজন কমিশনার নিয়োগের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ কোর্ট। সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আপাতত মসজিদের সার্ভের কাজ বন্ধ রাখার কথাও বলেছে সুপ্রিম কোর্ট।

মথুরার ইদগাহ মসজিদ কমিটির প্রতিনিধিত্বকারী আইনজীবী মেহমুদ প্রাচা বলেছেন, “সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে।” ভগবান শ্রীকৃষ্ণ লাল্লা বিরাজমানের প্রতিনিধিত্বকারী আইনজীবী রীনা এন সিং বলেছেন, “সুপ্রিম কোর্ট আজ এলাহাবাদ হাইকোর্টের মামলার সার্ভে আদেশের বিষয়ে শুনেছে, যা মুসলিম পক্ষের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল। ইন্তেজামিয়া কমিটি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল এবং আজ সুপ্রিম কোর্ট শুধুমাত্র সমীক্ষার নির্দেশ স্থগিত করেছে। কিন্তু, ট্রায়াল স্থগিত করেনি। এলাহাবাদ হাইকোর্টে ট্রায়াল চলবে… আগামী ২৩ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ।”