নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে হত্যা করা হবে আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। মঙ্গলবার এই খুনের হুমকি দিয়েছে খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন। পাশাপাশি রাজ্যের পুলিশ প্রধানকেও খুনের হুমকি দিয়েছে পান্নুন। প্রজাতন্ত্র দিবসের ১০ দিন আগে খলিস্তানি জঙ্গি নেতার এই হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। হুমকির পরেই মুখ্যমন্ত্রী এবং পুলিশকর্তার নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। অতিরিক্ত সতর্কতা জারি করেছে পঞ্জাব পুলিশ।
গত এক বছরে একের পর এক নাশকতার হুমকি দিচ্ছে পান্নুন। চলতি মাসের শুরুতেই বম্বে স্টক এক্সচেঞ্জে হামলা হবে বলে জানায় সে। গত বছরের ডিসেম্বর মাসে সংসদ হামলারও হুমকি দেয় পান্নুন। এবার খোদ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে হত্যার হুমকি পান্নুনের। পাশাপাশি পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদবকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রজাতন্ত্র দিবসই হবে ওঁদের জীবনের শেষ দিন। এর পরেই বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ। খবরটি নিশ্চিত করে পঞ্জাব পুলিশ জানায়, খলিস্তানি জঙ্গি পান্নুন সমস্ত গ্যাংস্টারদের একত্রিত হয়ে আগামী ২৬ জানুয়ারি আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উপর হামলা চালানোর আবেদন জানিয়েছে। তবে কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পঞ্জাবের ডিএসপি গৌরব যাদব। তিনি জানান, গ্যাংস্টারদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্য পুলিশ এবং সকল গ্যাংস্টারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
২০১৯ সাল থেকে এনআইএ-র স্ক্যানারে রয়েছে পান্নুন। ২০২১ সালে পান্নুনের বিরুদ্ধে অজামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়। তারপর গত বছর ‘ঘোষিত অপরাধী’র তকমা পান পান্নুন।

