কলকাতা, ১৬ জানুয়ারিভ(হি.স.): অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব। সেই আবহেই আগামী ২২ জানুয়ারি, রামমন্দির উদ্বোধনের দিন নিজের বিশেষ কর্মসূচির ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার এই ঘোষণা করলেন মমতা। জানালেন, ওই দিন ‘সম্প্রীতি মিছিল’ নিয়ে রাস্তায় নামছেন তিনি।
মঙ্গলবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। অন্য সময় তাঁর বসার জায়গার পিছনে জাতীয় পতাকা থাকলেও, সেই পতাকা এদিন রাখা হয়নি। এর পরই ২২ জানুয়ারি বিশেষ কর্মসূচির ঘোষণা করেন তিনি। এদিন মমতা বলেন, “আপনারা মন্দির নিয়ে বার বার প্রশ্ন করছেন আমাকে। আমার এ নিয়ে কিছু বলার নেই। আমি বার বার বলি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের।”
মমতা বলেন, “আমাদের ২৩ জানুয়ারি, ২৬ জানুয়ারি পালিত হয়। ২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, দলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। প্রথমে নিজে কালীমন্দিরে যাব আমরা। সবাই যাবে না। আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষও এই সংহতি মিছিলে আসতে পারেন। প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে।”
তবে রামমন্দিরের পাল্টা হিসেবে এই ‘সম্প্রীতি মিছিল’ করছেন না বলে এদিন জানান মমতা। তিনি বলেন, “কোনও পাল্টা মিছিল করছি না, কোনও প্রতিবাদ করছি না। আমি সাধু-সন্তদের মানি। তাঁদের কথা শুনছি। এ ব্যাপারে একটাই কথা বলতে পারি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের। আমি সর্বধর্ম সমন্বয় করছি কারণ, তার পরদিনই নেচতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেটাও ব্লকে ব্লকে পালিত হবে। আমি নেতাজির মূর্তির সামনে থাকব বরাবরের মতো।”