গত ১১ জানুয়ারি আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়েছে : মেয়র

আগরতলা, ১৬ জানুয়ারি: গত ১১ জানুয়ারি ভারত সরকারের নগরোন্নয়ন দপ্তরের দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়েছে। আজ পুর নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন তিনি বলেন, ওই পুরষ্কার গ্রহণ করেছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। যা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় গোটা শহরবাসীর কাছে। কর্পুরেটর, এমআইসি মেম্বার, চেয়ারম্যান, আগরতলা নিগমের আধিকারিক এবং সাফাই কর্মী সকলের প্রচেষ্টায় এই পুরস্কার অর্জন হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর থেকে পুর নিম বিভিন্ন সময় অনেক সংস্থা থেকে পুরষ্কার পাচ্ছে। বিগত ২৫ বছর যাবৎ জনগন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্হায় দেখতে পাননি।