চন্ডীগড় পৌরসভা নির্বাচনে জয়লাভ করবে আইএনডিআই জোট : রাঘব চাড্ডা

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): চন্ডীগড় পৌরসভা নির্বাচনে জয়লাভ করবে আইএনডিআই জোট। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। তিনি বলেছেন, এই জয় হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ”কার্টেন রেইজার”। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এএপি নেতা রাঘব চাড্ডা বলেছেন, ১৮ জানুয়ারি চণ্ডীগড়ে বিজেপির বিরুদ্ধে আইএনডিআই জোটের প্রথম নির্বাচনী লড়াই (মেয়র নির্বাচন) হবে, এই লড়াই দেশের রাজনীতির ভাগ্য, চিত্র, অবস্থা এবং দিক পরিবর্তন করবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভীত স্থাপন করবে।

রাঘব চাড্ডা বলেছেন, “যখন টিম ইন্ডিয়ার (বিরোধীদের আইএনডিআই জোট) ম্যাচ, অন্য যে কোনও দলের সঙ্গে হয়, টিম ইন্ডিয়া সবসময় জিতে যায়। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি বিজেপির বিরুদ্ধে। এই নির্বাচন হবে লোকসভা নির্বাচনের সূচনা।” রাঘব বলেছেন, মেয়র হবেন এএপি থেকে, ডেপুটি মেয়র হবেন কংগ্রেসের