প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া, দেওগড়ের গোপালজি মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন ধর্মেন্দ্র প্রধান

দেওগড়, ১৫ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠার’ আগে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার সকালে ওডিশার দেওগড়ের গোপালজি মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঝাঁড়ু হাতে নিয়ে মন্দির চত্বর পরিচ্ছন্ন করে তোলেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আর মাত্র ৭ দিন ও কয়েক ঘণ্টা বাকি। বিশ্বের অনেক দেশেই সনাতনী, হিন্দু ও রামভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। ওই দিন দীপাবলি উদযাপন করবে গোটা দেশ।”