নাইডু ট্রফি : অভিজিতের ৪ উইকেট সত্বেও চালকের আসনে পাঞ্জাব

ত্রিপুরা-‌১২৬

পাঞ্জাব-‌২২২/‌৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। চাপ কাটিয়ে সুবিধাজনক অবস্থায় স্বাগতিক পাঞ্জাব। ত্রিপুরার ১২৬ রানের জবাবে একসময় ৬ উইকেট হারিয়ে ৬২ রান করে ঝুকছিলো স্বাগতিক দল। ওই অবস্থা থেকে পুখরাজ মন এবং ক্রিশ ভগৎ কড়া প্রতিরোধ গড়ে তুলে পাঞ্জাবকে চালকের আসনে বসিয়ে দেন। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। মোহালি-‌র আই এস বৃন্দা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনের শেষে পাঞ্জাব এগিয়ে রয়েছে ৯৬ রানে। মন্দ আলোর জন্য সোমবার নির্ধারিত সময়ের পর খেলা শুরু হয়। প্রথম দিনের ১ উইকেটে ১৩ রান নিয়ে খেলতে নেমে সকালের স্যাঁতস্যাতে আবহাওয়ার পুরো ফায়দা তুলেন ত্রিপুরার জোরে বোলার অভিজিৎ দেববর্মা। অভিজিতের তান্ডবে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়েছিলো পাঞ্জাব। এবং দ্রুত উইকেট হারাতে থাকে। একসময় দলীয় ৬২ রানের মধ্যে স্বাগতিক দল হারায় সত্যম (‌৪), শিবেন রাখেজা (‌২১), ইমনজ্যোত সিং পাল (‌২০), জশকরণভীর সিং পাল (‌০), দলনায়ক সলিল আরোরা (‌১) এবং অনশুল চৌধুরিকে (‌১)। ওই অবস্থায় পুখরাজ মনের সঙ্গে রুখে দাড়ান ক্রিশ ভগৎ। ওই দুজন কড়া প্রতিরোধ গড়ে তুলেন। ওই জুটিকে ভাংতে ত্রিপুরার অধিনায়ক আটজন বোলারকে ব্যবহার করেও সফলতা পাননি। ঠান্ডা মাথায় শুরু থেকেই ত্রিপুরার বোলারদের মোকাবেলা করতে থাকেন ওই দুই ব্যাটসম্যান। সেট হতেই স্কোরবোর্ড সচল রাখার দিকে নজর দেন দুজন। এবং দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ওই সময় ত্রিপুরার ফিল্ডারদের কিছুটা দুর্বল ফিল্ডিং দুই অপরাজিত ব্যাটসম্যানকে মনোবল বাড়াতে সাহায্য করেন। সেট হতেই ক্রিশ থেকে পুখরাজ কিছুটা আক্রমাত্তক ব্যাট করতে থাকেন। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে ওই জুটি অবিচ্ছিন্ন থেকে পাঞ্জাবকে চালকের আসনে নিয়ে যান। পাঞ্জাব ৬৪ ওভার ব্যাট করে ২২২ রান করে ৬ উইকেট হারিয়ে। পুখরাজ ১৪৮ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৬ রানে এবং ক্রিশ ১২৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৫২ রানে অপরাজিত থেকে যান। সপ্তম উইকেটে দুজন ২৩৪ বল খেলে ১৬০ রান যোগ করে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে অভিজিৎ দেববর্মা ৭৮ রানে ৪ টি, রিয়াজ উদ্দিন ২৪ রানে এবং ইন্দ্রজিৎ দেবনাথ ৫৫ রানে ১ টি করে উইকেট দখল করেন। মঙ্গলবার সকালে ত্রিপুরার বোলাররা যদি দ্রুত পাঞ্জাবের শেষ ৪ টি উইকেট তুলে নিতে না পারেন তাহলে মরশুমের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয়ের মুখে পড়তে হবে।‌‌‌‌‌ ‌