শীতে কাঁবু উত্তর ভারত; ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, রেল ও বিমান পরিষেবা প্রভাবিত

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): মাত্রাতিরিক্ত ঠান্ডায় জবুথবু অবস্থা সমগ্র উত্তর ভারতে, শীতের মধ্যেই কুয়াশার দাপটে সোমবারও বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। দিল্লিতে সোমবার ভোরে শূন্যতে নেমে যায় দৃশ্যমানতা। ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় জাতীয় রাজধানী। তাপমাত্রার পারদও হাড় কাঁপানো ঠান্ডার জানান দিতে থাকে। সোমবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে এদিনও প্রভাবিত হয়েছে রেল ও উড়ান পরিষেবা, সড়ক পরিষেবা তো প্রভাবিত হয়েছেই।

দিল্লি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের বিস্তীর্ণ অংশে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। কম দৃশ্যমানতার কারণে সকালের দিকে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা। ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে সোমবার ভোররাত ৩টে নাগাদ দৃশ্যমানতা শূন্যতে নেমে যায়। পরে অবশ্য তা কিছুটা বৃদ্ধি পায়। কুয়াশার কারণে অনেক বিমানই বাতিল করে দিতে হয়েছে। ফলে দিল্লি বিমানবন্দরের তরফে একটি বিবৃতি জারি করে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীরা যেন অবশ্যই বিমানের টিকিট কাটার আগে বা যাত্রা শুরু করার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নেন। সে ক্ষেত্রে বিমান বাতিল হয়ে গেলে বা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চললে আগেভাগে খবর পাওয়া যাবে। যাত্রীদের হয়রানি কিছুটা কম হবে।

কুয়াশার কারণে শুধু বিমান নয়। দিল্লিতে ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লির উদ্দেশে যাওয়া অন্তত ১৮টি ট্রেন সোমবার সকালে দেরিতে চলেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে-অমৃতসর-নান্দেদ এক্সপ্রেস, প্রয়াগরাজ-নতুন দিলি এক্সপ্রেস, চেন্নাই-নতুন দিল্লি এক্সপ্রেস, অমৃতসর-মুম্বই মেল, কাতিহার-অমৃতসর এক্সপ্রেস প্রভৃতি।