নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের প্রতি কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, পরাক্রম ও সহনশীলতার স্তম্ভ হল সেনাবাহিনী। ১৫ জানুয়ারি দিনটি সেনা দিবস হিসেবে পালিত হয়, সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “সেনা দিবসে, আমরা দেশের সেনা জওয়ানদের অসাধারণ সাহস, অটল অঙ্গীকার এবং আত্মত্যাগকে সম্মান জানাই।”
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে আরও জানান, “আমাদের দেশকে রক্ষা করতে এবং আমাদের সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে, সেনাবাহিনীর নিরলস উৎসর্গ তাঁদের সাহসিকতারই প্রমাণ। তাঁরাই শক্তি এবং সহনশীলতার স্তম্ভ।

