দৃশ্যমানতা কমে ঘটে গেল দুর্ঘটনা, যমুনা এক্সপ্রেসওয়েতে দু’টি বাসের সংঘর্ষে আহত ৪০ জন

মথুরা, ১৫ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার কারণে বড় দুর্ঘটনা ঘটে গেল উত্তর প্রদেশের মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের ওপর। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি। সোমবার ভোররাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমবেশি আহত হয়েছেন ৪০ জন যাত্রী। মথুরার এসএসপি শৈলেশ পান্ডে বলেছেন, “সোমবার ভোররাত তিনটে নাগাদ মথুরার কাছে মাইল স্টোন ১১০ রায়া কাটে যমুনা এক্সপ্রেসওয়েতে দু’টি বাসের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন।”

এসএসপি আরও জানিয়েছেন, “আহত ৩১ জনকে জেলা হাসপাতালে এবং ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বাস ঢোলপুর থেকে নয়ডা যাচ্ছিল এবং অন্য বাসটি এটাহ থেকে নয়ডা যাচ্ছিল।” দুর্ঘটনার কারণ হিসাবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাসের হেডলাইট জ্বলা থাকলেও ঘন কুয়াশায় অপর বাসটিকে খেয়াল করতে পারেননি আর একটি বাসের চালক। দুর্ঘটনায় আহত ৩১ জন যাত্রীকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাকি ৯ জনকে ভর্তি করানো হয়েছে বিভিন্ন হাসপাতালে।