নাড্ডার হাতের তুলিতে ফুটে উঠল ‘পদ্ম’, দেওয়াল লিখন কর্মসূচির সূচনা করল বিজেপি

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সোমবার দিল্লি থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেওয়াল লিখনের সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার হাতের তুলিতে ফুটে উঠল ‘পদ্ম’। বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা এদিন বলেছেন, “সোমবার থেকে ‘এক বার ফের মোদী সরকার’ স্লোগান নিয়ে আমাদের দেশব্যাপী ‘দেওয়াল লিখন’ কর্মসূচি শুরু হয়েছে। আবারও মোদী সরকার গঠনের জন্য ভারতবাসীর কাছে আমরা আবেদন রাখছি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা এবং একটি স্থিতিশীল সরকার প্রয়োজন তাই এই ‘দেওয়াল লিখন’ কর্মসূচির মাধ্যমে আমরা ভারতের জনগণের কাছে ‘এক বার ফের মোদী সরকার’-এর জন্য আবেদন জানাচ্ছি।”

২০২৪ সালে ফের একবার মোদী সরকার, এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বিজেপি। ‘দেওয়াল লিখন’ অভিযান আবারও মোদী সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে দেশবাসীর কাছে। নাড্ডা বলেছেন, “দেশে স্থিতিশীলতার সঙ্গে বিকাশ হোক, সবাইকে অন্তর্ভুক্ত করে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, মোদীজির নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাক, এটাই আমাদের প্রচেষ্টা।”