সিমলা, ১৪ জানুয়ারি (হি.স.) : হিমাচল প্রদেশের সিমলার ধলি থানা এলাকায় গাড়ি খাদে পড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে এবং পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। লোহরি উৎসবে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার রাতে সিমলা-সুন্নি রোডের বলদেয়ানের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি গাড়ি শিমলা থেকে কার্সোগের দিকে যাচ্ছিল। ওই গাড়িতে একই পরিবারের পাঁচ সদস্য ছিল। গাড়িটি মাশোবরার কাছে বলদেয়ানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় লোকজন ও পুলিশ।
স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার অভিযান চালায়। এই দুর্ঘটনায় ঈশ্বর দাস (৭২) ঘটনাস্থলেই মারা যান এবং তার ছেলে বাল কৃষ্ণ (৪২) আইজিএমসিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাল কৃষ্ণ গাড়ি চালাচ্ছিলেন। এই দুর্ঘটনায় বাল কৃষ্ণের স্ত্রী, তাঁর ছেলে ও মেয়েও আহত হয়েছেন। এই তিনজন আইজিএমসিতে চিকিৎসাধীন।
সিমলার এসপি সঞ্জীব গান্ধী বলেন, ধলি পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণগুলি তদন্ত করা হচ্ছে। নিহতদের দেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

