মণিপুরকে আবার অশান্ত করতে এসেছেন রাহুল গান্ধী : মুখ্যমন্ত্রী বীরেন


ইমফল, ১৪ জানুয়ারি (হি.স.) : মণিপুরকে আবার অশান্ত করতে এসেছেন রাহুল গান্ধী, উদ্বেগ প্রকাশ করে বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজ্য সফরে তিনি যে গভীর উদ্বিগ্ন, এরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অষ্টম আর্মড ফোর্সেস ভেটেরান্স ডে-২০২৪-এর অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। এখানে সাংবাদিকরা তাঁর কাছে রাহুল গান্ধীর মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা সম্পর্কে প্রতিক্রিয়া চেয়েছিলেন। প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করতে গিয়ে প্রথমে মুখ্যমন্ত্রী বলেন, যে সমাবেশে এসেছেন, এখানে রাজনীতি করা ঠিক নয়। কিন্তু নাছোড় সাংবাদিকরা। সাংবাদিকদের চাপে তিনি বলেন, ‘মণিপুর ঘুরে দাঁড়াচ্ছে। রাজ্যে শান্তি ফিরছে। এখন বিভাজনমূলক কর্মকাণ্ড উচিত নয়।’

এর পরই মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, ‘রাহুল গান্ধী আগে একবার এসেছিলেন। তার পর অশান্তি বেড়েছিল। বিচ্ছিন্নতাবাদীদের উসকে দিয়ে গিয়েছিলেন তিনি। এখন যখন মণিপুর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, তখন আবার এসেছেন। তাঁর আবার আসায় অশান্তির পুনরাবৃত্তি হতে পারে’, আশঙ্কা করছেন বীরেন। তাঁর ভাষায় ‘এই যাত্রা ভারত জোড়ো নয়, আমি মনে করি এটা ভারত তোড়ো।’

রাহুল গান্ধীর পূর্ববর্তী সফরের বিরূপ প্রভাবের কথা স্মরণ করিয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী বীরেন।