খেলো ধর্মনগর প্রতিযোগিতা কবাডিতে বিজয়ী ধর্মনগর প্রেসক্লাব 

ধর্মনগর, ১৪ জানুয়ারি:  পৌরসভার উদ্যোগে একমাসব্যাপী আয়োজিত খেলো ধর্মনগর প্রতিযোগিতার আসর চলছে শেষ পর্যায়ে। শনিবার রাতে বেশ কয়েকটি ফাইনাল প্রতিযোগিতার মধ্যে কবাডিতে বিজয়ী হয় ধর্মনগর প্রেসক্লাব। এদিনের টানটান উত্তেজনা পূর্ণ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 

একমাস ব্যাপী খেলো ধর্মনগর প্রতিযোগিতা এক এক করে বিভিন্ন পর্বের চূড়ান্ত খেলা গুলি সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে।  ইতিমধ্যে সমাপ্ত হয়েছে  কবাডি ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা। শনিবার রাত পর্যন্ত চলে বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

 সম্পূর্ণ টুর্নামেন্টে অপরাজিত থেকে কবাডিতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে ধর্মনগর প্রেসক্লাব। উত্তেজনা পূর্ণ ফাইনাল ম্যাচে ধর্মনগর প্রেসক্লাব ৪২–৩২ পয়েন্টে বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে। অসৎ উপায়  নিয়ে বয়েজ ক্লাবের সমর্থকরা প্রেসক্লাবের খেলোয়াড় এবং সমর্থকদের উপর গালিগালাজ করে চড়াও হওয়ার চেষ্টা চালালে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ অনুরোধের পর  অসদ উপায় থেকে বিরত থাকে বয়েজ ক্লাব ।শেষ পর্যন্ত বিজয়ী হয় ধর্মনগর প্লেস ক্লাব।  

এদিকে বিদ্যালয় স্তরের কবাডিতে বীর বিক্রম ইনস্টিটিউশন এবং  বিদ্যালয় স্তরে মেয়েদের বিভাগে পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়  শিরোপা দখল করে। পুরুষদের ভলিবল প্রতিযোগিতায় ওয়াই এম এসি বয়েজ ক্লাব মেয়েদের ভলি বলে কালাছড়া একাদশ  প্রতিযোগিতায় সেড়া হয়। 

 বিদ্যালয়স্তরের ভলিবলে মন্টেসরি শিক্ষা ভবন  শিরোপা অর্জন করে। খেলার মাঠে উত্তেজনা  কোনভাবেই যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই দিকে নজর দিয়ে এবং  পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন মাঠে উপস্থিত হচ্ছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *