সাব্রুম, ১৪ জানুয়ারি: বিএসএফ, কাস্টম ও পুলিশের চোখে ধুলো দিয়ে সাব্রুমের বিভিন্ন সীমান্ত এলাকা গুলিতে আজো চলছে সীমান্ত পাচার বাণিজ্য। কাপড়, চিনি থেকে শুরু করে নেশার সামগ্রী সহ বাদ যাচ্ছে না কিছুই ।
মাত্র কিছুদিন আগে বি এস এফের ১০৯ নম্বর ব্যাটেলিয়ানের হাতে আটকা পরে সীমান্তে পাচারকালে বিপুল পরিমান গন্ডারের চামড়া। তার রেশ কাটতে না কাটতেই শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ১০৯ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ, কাস্টমস এবং শ্রীনগর আউটপোস্টের পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ৪৯০ ব্যাগ চিনি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
এদিন বিএসএফ ১০৯ নম্বর ব্যাটেলিনের কাছে গোপন খবর ছিল এই পথ ধরে সীমান্ত পাচারের উদ্দেশ্যে কাপড় ও চিনি নিয়ে আসতে পারে পাচারকারীরা।
আর এই গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ ও কাস্টমসের উদ্যোগে রাত প্রায় বারোটার দিকে টিআর০১কিউ ১৮৭১ নম্বর গাড়িতে প্রায় ৪৯০ ব্যাগ চিনি (প্রতি ব্যাগে ৫০ কেজি) পোয়াংবাড়ি বাজার এলাকায় মিলন পাল এবং স্বপন ত্রিপুরার গোডাউনের কাছে চিনিগুলো আনলোড করছে।
বিএসএফ জওয়ানরা দ্রুত গোডাউনের চত্বর ঘেরাও করে এবং কাস্টম ও পুলিশ গাড়ি ও গোডাউন তল্লাশি করে। পরবর্তী সময় ট্রেড লাইসেন্স ও নথিপত্রের ঘাটতির কারণে জয়েন্ট অপারেশনের দল গোডাউন থেকে ৪৯০টি চিনির ব্যাগ এবং গাড়িটি বাজেয়াপ্ত করেছে। সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীকে আরো সক্রিয় হওয়া প্রয়োজন বলে ধারনা শুভবুদ্ধি সম্পন্ন জনগণের।