হাফলং (অসম), ১৩ জানুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপি ২৮-এর মধ্যে ২৫টি আসনে জয়ী হয়ে একক সংখ্যা গরিষ্ঠাতা অর্জন করে ফের ক্ষমতায় এসেছে। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ফের ক্ষমতায় ফিরলেও পরিষদের ১১ নম্বর কালাচাঁদ আসনের ভোটের ফলাফল নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
কালাচাঁদ আসনের ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন ওই আসনে মাত্র একটি ভোটের ব্যবধানে পরাজিত নির্দলীয় প্রার্থী প্রণেন হাফলংবার। শুক্রবার কালাচাঁদ আসনে বিজেপি প্রার্থী রতন জারামবুসা মাত্র এক ভোটের ব্যবধানে নির্দল প্রার্থী প্রণেন হাফলংবারকে পরাজিত করেছেন। কিন্তু এখানেই বিতর্কের সূত্রপাত।
আজ শনিবার কালাচাঁদ আসনের নির্দলীয় প্রার্থী প্রণেন হাফলংবার সাংবাদিক সম্মেলন করে বলেন, গতকাল ভোট গণনা কেন্দ্রে যখন ১১ নম্বর কালাচাঁদ আসনের ৫ নম্বর মুপা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রের ব্যালটবক্স খুললে তা থেকে অতিরিক্ত ১৮টি ব্যালট পেপার উদ্ধার হয়। কিন্তু প্রিসাইডিং অফিসার স্বাক্ষরিত শিটে দেখা যায়, ওই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট পড়েছে ৬১৫টি। কিন্তু ভোট গণনা করে ব্যালট পেপার পাওয়া গেছে ৬৩৩টি। সঙ্গে সঙ্গে তিনি ও তাঁর কাউন্টিং এজেন্ট এবং পোলিং এজেন্ট মিলে রিটার্নিং অফিসার তথা জেলা আয়ুক্তের কাছে লিখিত অভিযোগ জানিয়ে মুপা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
তার পর রিটার্নিং অফিসার কালাচাঁদ আসনের ফলাফল হোল্ড করে রাখেন। কিন্তু কিছুক্ষণ পর আশ্চর্যজনক ভাবে মুপা নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রের ব্যালটবক্স থেকে উদ্ধারকৃত অতিরিক্ত ১৮টি ব্যালট পেপার বাতিল করে জেলা রিটার্নিং অফিসার বিজেপি প্রার্থী রতন জারামবুসাকে এক ভোটে জয়ী বলে ঘোষণ করেন।
প্রণেন হাফলংবারের প্রশ্ন, ওই ভোট গ্রহণ কেন্দ্রের ব্যালটবক্সে কী করে ১৮টি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেল? নিয়ম অনুযায়ী, ওই ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করানো উচিত ছিল। কিন্তু এ ব্যাপারে রিটার্নিং অফিসার কোনও ব্যবস্থা না নিয়ে কীভাবে বিজেপি প্রার্থী রতন জারামবুসাকে জয়ী ঘোষণা করলেন? প্রশ্ন তুলে কালাচাঁদ আসনের নির্দল প্রার্থী প্ৰণেণ আজ শনিবার রিটার্নিং অফিসারের কাছে আরেকটি লিখিত পত্র দিয়ে মুপা নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, কালাচাঁদ আসনের যে রেজাল্ট শিট রয়েছে, তাতে তাঁর কাউন্টিং এজেন্ট কোনও স্বাক্ষর করেননি। ভোট গণনায় এই কারচুপির পরও রিটার্নিং অফিসার এভাবে বিজেপি প্রার্থী রতন জারামবুসাকে জয়ী বলে ঘোষণা করায় কালাচাঁদে তাঁর সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই ১১ নম্বর কালাচাঁদ আসনের ৫ নম্বর মুপা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করার জন্য দাবি জানান নির্দল প্রার্থী প্রণেন হাফলংবার।

