শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): গুলমার্গ, নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তুষারঢাকা পাহাড়, পথ, রাস্তাঘাট। জম্মু ও কাশ্মীরের এই পর্যটনস্থলের আকর্ষণই আলাদা। কিন্তু এ বার যেন গুলমার্গের চেনা, সেই আকর্ষণীয় ছবিটা একেবারে উধাও। না, পর্যটকরা যে আসছেন না, এমনটা নয়। তবে প্রকৃতিই যেন এ বার মুখ ফিরিয়ে নিয়েছে। পর্যটকদের মুখে ঘুরে বেড়াচ্ছে, এ কোন গুলমার্গ! ভরা শীতের মরসুমেও দেখা নেই তুষারপাতের। বিগত বেশ কিছু দিন শুষ্ক আবহাওয়ার সাক্ষী কাশ্মীর, বৃষ্টি অথবা তুষারপাতের দেখা নেই। ফলে শীতও কিছুটা কমেছে।
কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, একই প্রবণতা অতীতেও দেখা গিয়েছে। দীর্ঘায়িত শুষ্ক আবহাওয়ার কারণে জম্মু ও কাশ্মীরে দিনের তাপমাত্রা বেড়েছে। অতীতে ২০১৮, ২০১৬ ও ২০১৫ সালেও এমন প্রবণতা দেখা গিয়েছিল। গুলমার্গের এই পরিস্থিতির জন্য দায়ী ‘এল নিনো’। তেমনই দাবি করছেন আবহবিদরা। কাশ্মীর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, আগামী দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে ১৬ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে। গত তিন-চার বছর ধরে তুষারপাতের একটি ধরন দেখা যাচ্ছিল। নির্ধারিত সময়ের আগেই তুষারপাত হচ্ছিল, কিন্তু এ বার সেটাও দেখা যাচ্ছে না। নভেম্বর থেকে ‘এল নিনো’র প্রভাব চলছে। আগামী মাসেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করছেন কাশ্মীরের আবহাওয়া দফতরের অধিকর্তা।