আগরতলা, ১২ জানুয়ারি: ত্রিপুরা আগামী পাঁচ বছরে আলু বীজ উৎপাদনে স্বয়ম্বর হবে। আজ শুক্রবার নাগিছড়া স্থিত হরটিকালচার রিসার্চ কমপ্লেক্স পরিদর্শন করে আশা ব্যক্ত করে একথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।
এদিন তিনি বলেন, টিপিএস পদ্ধতির বদলে এআরসি পদ্ধতিতে টিপিএস এর চেয়ে দ্বিগুণ আলু উৎপাদিত হবে। স্বাদও যথেষ্ট বেশি। হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্সেও এআরসি পদ্ধতিতে আলু চাষ করা হচ্ছে বলে জানান তিনি।
এদিন তিনি আশা ব্যক্ত করে বলেন, নতুন প্রযুক্তিতে আলু বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। তাতে আগামী পাঁচ বছরেই আলু বীজ উৎপাদনে স্বয়ম্বর হবে ত্রিপুরা।

