কংগ্রেসের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি : কংগ্রেস দলের তরফ থেকে আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছ আগরতলা কংগ্রেস ভবনের সামনে। এছাড়া রাজ্যের অন্যান্য স্থানেও কংগ্রেসের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস যুব দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির,  কৈলাসহরে বাইক রেলি সহ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানে দিবসটি পালন করা হয়েছে। এদিন স্বামী  বিবেকানন্দের জন্ম দিবসে যুবসমাজকে নেশা মুক্ত রাখার ওপর বিশেষ আহ্বান জানানো হয়েছে।
নেশা বর্জনে অঙ্গীকারবদ্ধ হও এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান জ্ঞান চিন্তা ধারাকে উৎসর্গ করো – স্বামী বিবেকানন্দের এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা সকলের কাছে নেশা বর্জনে আহ্বান করেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ১২ জানুয়ারি অর্থাৎ শুক্রবার দেশের মহান দার্শনিক, বিচারক, এবং যুব সমাজের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস। স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেস নেতৃত্ব ও শাখা সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *