ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে, স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হতে পারলেও এর থেকে বেরিয়ে আসা সম্ভব: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি : ‘ স্বামী বিবেকানন্দ যে সমাজ ব্যবস্থা চেয়েছিলেন সেটা স্বাধীনতার ৭৫ বছর পরেও হলো না। কারণ দেশে ধর্মের নামে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। শুক্রবার ছাত্র যুব ভবনে ডি.ওয়াই.এফ.আই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে একথাগুলি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি আরো বলেন, কোন কোন রাজনৈতিক দল ধর্মকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু দেশের সংহতি যাতে বিনষ্ট করার চেষ্টা কেউ না করে তার জন্য স্বামী বিবেকানন্দ চেষ্টা করেছিলেন। তাই কোন কোন রাজনৈতিক দলের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে বের করে নিয়ে এসে মানুষকে স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত করতে পারলেই আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে প্রকৃত শ্রদ্ধা হবে।

শুক্রবার  ছাত্র যুব ভবনে ডি.ওয়াই.এফ.আই সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরে আয়োজন করা  হয়েছে। সেই শিবিরেই এই কথা গুলি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি আরো বলেন, স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন, যারা সমাজের সম্পদ গড়ার জন্য রক্ত, ঘাম ঝরায় তারা হলো শ্রমিক। কিন্তু  শ্রমিকদের অগ্রগতির জন্য তাদের দিকে কেউ তাকায় না।

তাই আজকের দিনে স্বামী বিবেকানন্দের যে আদর্শ ও চিন্তা ধারা ছিল তা নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়া হল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 পরে রক্তদান শিবির পরিদর্শন করেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। রক্তদাতাদের উৎসাহিত করে রক্তদান শিবিরের অংশ নেওয়ার উদ্যোগ অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের সঙ্গে ছিলেন, ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *