হালহালি কমিউনিটি হলে জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী প্রাণী পালক সন্মাননিধি ও বিভিন্ন প্রকল্পের সুবিধাপ্রদান ও আলোচনাচক্র অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ১২ জানুয়ারি : প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে হালহালি কমিউনিটি হলে দপ্তরের জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী প্রাণী পালক সন্মাননিধি ও বিভিন্ন প্রকল্পের সুবিধাপ্রদান ও আলোচনাচক্র অনুষ্ঠান হয়েছে।
এদিনের এই আলোচনা চক্রের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। স্বাগত ভাষণ দেন জেলা পশুপালন দপ্তরের উপঅধিকর্তা সঞ্জিত দাস।

 উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে অনাদি সরকার বলেন এই প্রকল্পে দরিদ্র মানুষের জন্য হাস, মোরগ, শুকরছানা, গরুর বাচ্ছা ইত্যাদি সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন পঞ্চায়েতগুলোতে যোগ্য বেনিফিশিয়ারিদের বঞ্চিত করে এমন লোককে সুবিধা পাইয়ে দেওয়া হয় তা কোনো কাজে আসেনা। ফলে যারা সুবিধা পাচ্ছে তারা হাস, মোরগ, শুকরছানা অন্যত্র বিক্রি করে দিচ্ছে। আর যারা প্রকৃত গরিব তারা বঞ্চিত হচ্ছেন।  

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন দূর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল, সহ অধিকর্তা বাদল দাস, সভাপতিত্ব করেন হালহালি পঞ্চায়েতের প্রধান শ্যামল মালাকার। এই অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার’র প্রয়ানে এক মিনিট নীরবতা পালন করা হয়।