খেলো ধর্মনগর প্রতিযোগিতায় কবাডিতে ধর্মনগর প্রেসক্লাব, বীর বিক্রম ইনস্টিটিউশন এবং পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জয়ী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১২ জানুয়ারি :  শুক্রবার খেলো ধর্মনগর প্রতিযোগিতায় কবাডিতে তিনটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  বিদ্যালয়ের পর্যায়ের ছেলেদের প্রতিযোগিতায় বীর বিক্রম ইনস্টিটিউশন ৯০-৪০ পয়েন্টের ব্যবধানে চন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে পরাজিত করে। 

মেয়েদের ক্ষেত্রে পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩৫–৩০ পয়েন্টের ব্যবধানে ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করেছে। পুরুষদের প্রতিযোগিতায় ধর্মনগর প্রেসক্লাব ৬০-৩২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে চলো ক্লাবকে পরাজিত করে ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে। 

শনিবার বয়েজ ক্লাব ও আমরা সবাই ক্লাবের মধ্যে যে জয়ী হবে তারা ধর্মনগর প্রেস ক্লাবের সাথে কবাডিতে ফাইনাল প্রতিযোগিতায় যোগদান করবে। উল্লেখ্য কবাডিকে ঘিরে খেলো ধর্মনগর প্রতিযোগিতায় ব্যাপক উদ্দীপনা চলছে।