তেলিয়ামুড়াতে যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্ম দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হলো তেলিয়ামুড়াতে। তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এ বছরও দিনটি উদযাপিত করা হয়েছে। সকালে বিদ্যালয়ে স্বামীজীর মর্মরমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু করা হয়েছে গোটা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি।

এদিন  স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী সাহা রায়,তেলিয়ামুড়া পুরপরিষদের  চেয়ারম্যান রূপক সরকার, ভাইস  চেয়ারম্যান মধুসূদন রায়, সহ অন্যান্যরা ।

এই মহতী অনুষ্ঠানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা। এই বছর সপ্তাহব্যাপি নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে এই অনুষ্ঠান। এরই অঙ্গ হিসেবে শুক্রবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিদ্যালয় থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। এই শোভাযাত্রা সুচনা করেছেন মূখ্য সচেতক কল্যানী সাহা রায় সহ অন্যান্য অতিথি গণ। আগামী ১৯শে জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান বিদ্যালয় কতৃপক্ষ।