বিজেপি ভগবান রামের জীবন নিয়ে রাজনীতি করেছে : কংগ্রেস

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র বিরুদ্ধে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে রাজনৈতিক কর্মসূচি বানানোর অভিযোগ করেছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, শঙ্করাচার্যও এই ঘটনার বিরোধিতা করেছেন।

কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া এবং সুপ্রিয়া শ্রীনাতে শুক্রবার দলের সদর দফতরে একটি যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, এখন বিজেপি এবং আরএসএস সিদ্ধান্ত নিচ্ছে কে অযোধ্যায় যাবে এবং কে যাবে না। কংগ্রেস এই চিন্তার বিরোধিতা করে। ধর্ম আমাদের ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। এ নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়।

খেড়া প্রশ্ন তোলেন, আমন্ত্রণে কেউ কি ঈশ্বরের মন্দিরে যায়? কোনও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে কোন শ্রেণীর ব্যক্তি কোন তারিখে মন্দিরে যাবে? কোনও রাজনৈতিক দল কি সিদ্ধান্ত নেবে আমি কখন আমার ঈশ্বরের সাথে দেখা করতে যাব? তিনি বলেন, কোনও মানুষ কাউকে মন্দিরে আমন্ত্রণ জানাতে পারে না বা কোনও মানুষ কাউকে মন্দিরে যেতে বাধা দিতে পারে না। যে কোনও মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার একটি পদ্ধতি রয়েছে। চারটি পীঠের শঙ্করাচার্য স্পষ্টভাবে বলেছেন, একটি অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। এমতাবস্থায় যদি এই কর্মসূচি ধর্মীয় না হয় তাহলে এই কর্মসূচি রাজনৈতিক। একটি রাজনৈতিক দলের কর্মীরা রাজনৈতিক কর্মসূচিতে আমার এবং আমার ঈশ্বরের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে তা আমরা বরদাস্ত করব না।

সুপ্রিয়া শ্রীনাতে বলেন, আমরা কেবল ২২ জানুয়ারির অনুষ্ঠানে যেতে অস্বীকার করেছি। কংগ্রেস ব্যক্তিগত বিশ্বাসকে সর্বোচ্চ মনে করে। আমরা মন্দিরে, মসজিদে, গুরুদ্বারে, গীর্জায় গিয়েছি এবং যেতেও থাকব। উত্তরপ্রদেশ দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ কংগ্রেস কমিটির নেতারা ১৫ জানুয়ারি অযোধ্যা সফরে যাচ্ছেন।