২৮ সদস্যের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে ১৬ আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি

হাফলং (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। ২৮ আসনের পরিষদে এ খবর লেখা পর্যন্ত ১৬টি আসনে বিজেপি জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে গেছে। ২৮ সদস্যের উত্তর কাছাড় পার্বত্য পরিষদের ম্যাজিক সংখ্যা ১৫।

উল্লেখ্য, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ২৮টি আসনের মধ্যে পূর্ব মাইবাং, পশ্চিম মাইবাং, হাজাডিসা, গুঞ্জুং, হামরি ও হারাঙ্গাজাও কেন্দ্রে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। যার দরুন পরিষদের এই ৬-টি আসন বাদে ২২টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আজ শুক্রবার সকাল ৮-টা থেকে হাফলং ডন বসকো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি এগিয়ে যায়। একে একে হাফলং, জাটিঙ্গা, বরাইল, মাহুর, লাংটিং, ওয়াজাও, দাওটুহাজা, জিনাম, লাইসং এবং হাঙ্গরুম আসনে যথাক্রমে বিজেপি প্রার্থী ধনপাইনন থাওসেন, ফ্লেমিং রূপসী সাইলা, গুলমিনলাল লিয়েনথাং, প্রবীতা জহরি, ধৃতি থাওসেন, বিশ্বজিৎ দাওলাগাপু, প্রণথ রাজিয়ুং, জোসমথাং মার, পাওদামিং নৃয়ামে, নহা দাইমে জয়লাভ করেছেন।

হাফলং আসনে বিজেপি প্রার্থী ধনপাইনন থাওসেন ৩ হাজার ২১১ ভোটে তৃণমূল কংগ্রেসের আচিং জেমিকে পরাজিত করেছেন। এদিকে জাটিঙ্গা আসনে বিজেপি প্রার্থী ফ্লেমিং সাইলা রূপসী মাত্র ৩২ ভোটে জয়লাভ করেছে। এদিকে কালাচাঁদ আসনে ভোটের ফলাফল এখন ঘোষণা করা হয়নি। কালাচাঁদ আসনে ভোটের তুলনায় ব্যালট পেপার বেশি হওয়ায় ওই কেন্দ্রের ফলাফল হোল্ড করে রেখেছেন রিটার্নিং অফিসার সীমান্ত কুমার দাস।