কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.) : “মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক ইতিবাচক। রাজ্যের তরফে অনেক তথ্য দেওয়া হয়েছে।’’
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজভবনে এই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সন্দেশখালি কাণ্ডে রাজ্যের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। তলবের ৬ দিন পর রাজভবনে যান তাঁরা। রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন দুই সচিব। কী হল বৈঠকে, তা নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে বেশ অনেকক্ষণ বৈঠক চলে। এই বৈঠকের ব্যাপারে শুক্রবার রাজ্যপাল বলেন, ‘ইডির হয়রানি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তদন্তের স্বার্থে তা গোপন রাখছি।’