শ্রীনগর, ১১ জানুয়ারি (হি.স.): শৈত্যপ্রবাহ বজায় রয়েছে গোটা কাশ্মীর উপত্যকায়, কনকনে ঠান্ডায় দিন কাটছে উপত্যকার বাসিন্দাদের। শীত এতটাই বেশি যে শ্রীনগরের ডাল লেকের জল প্রায় জমে গিয়েছে। শ্রীনগরের তাপমাত্রা এখনও রয়েছে হিমাঙ্কের নীচেই। বৃহস্পতিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গ ও পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে মাইনাস ৩.৫ ডিগ্রি ও মাইনাস ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
মাত্রাতিরিক্ত ঠান্ডায় কাঁপছে লাদাখের লেহ শহর ও কার্গিল। বৃহস্পতিবার লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস ও কার্গিলে মাইনাস ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে, ‘চিল্লাই কালান’-এর এই সময়ে কাশ্মীরে যেমন তুষারপাত হয়, এবার একেবারে তুষারপাত হয়নি। কাশ্মীরের আবহাওয়া রয়েছে মূলত শুষ্ক।

