শাহজাহান অধরা, ফের পুলিশকে তোপ সুকান্ত মজুমদারের

কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): সপ্তাহখানেক কেটে গেলেও খোঁজ নেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের খোঁজে ইডি যায়। এর পর শাহজাহানের অনুগামীদের হামলার শিকার হন আধিকারিকরা। তার পর থেকেই ফেরার দাপুটে তৃণমূল নেতা। বিজেপির দাবি, পুলিশের সহযোগিতায় গা ঢাকা দিয়েছেন শাহজাহান।

পুলিশকর্তাদের সঙ্গে রেশন দুর্নীতি মামলায় নাম জড়ানো তৃণমূল নেতা শেখ শাহজাহানের যোগসাজশের কথা বৃহস্পতিবার উল্লেখ করেন সুকান্তবাবু। প্রমাণ হিসাবে নিজের মোবাইলে থাকা ছবিও দেখান তিনি। উল্লেখ্য,

তাঁকে ‘সবুজ দ্বীপের রাজা’ বলেও কটাক্ষ সুকান্তর। পুলিশ সুপারের পদত্যাগও দাবি করেন তিনি। বিজেপি ক্ষমতায় আসলে শাহজাহানের বাড়িতে বুলডোজার চলবে বলেই হুঙ্কার দেন সুকান্তবাবু।
ন্যাজাট থানা অভিযান তাঁর নেতৃত্বে বিজেপি-র থানা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে ন্যাজাট থানায় পৌঁছনোর চেষ্টা গেরুয়া শিবিরের। পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয়। ব্যারিকেডের সামনেই অবস্থানে বলেন সুকান্তবাবুরা। “যেভাবেই হোক ন্যাজাট থানায় ডেপুটেশন জমা দেব”, বৃহস্পতিবার সকালে হুঙ্কার দিয়েছিলেন সুকান্ত মজুমদার। শেষ পর্যন্ত স্মারকলিপি থানায় জমা দেওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *