সদরে ছোটদের ক্রিকেটে দশমীঘাটকে হারিয়ে এগিয়ে চলো-র জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি।। ঝড়ো ইনিংস অর্পণ ও মাহিনের। এই দুই ব্যাটসম্যানের টর্নেডো ব্যাটিংয়ে কুপোকাত দশমীঘাট কোচিং সেন্টার। বৃহস্পতিবার এই ঘটনা ঘটলো নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। এগিয়ে চলো সংঘের মুখোমুখি হয় দশমিঘাট দল। ম্যাচে এগিয়ে চলো সংঘ ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলো দশমীঘাট দলকে। টসে জয়লাভ করে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে শুরুটা সেই মানের হয়নি। ওপেনিং এ নামা রাজদীপ সিনহা ১১ বল খেলে ০ রানে আউট হয়ে যায়। অপর ওপেনার মাহিন চৌধুরীকে ভরসা যোগায় উইকেটে নেমে ময়ুক চৌধুরী।।এই দুই ব্যাটসম্যান স্কোরকে টানতে থাকে। ময়ুক ২১ রানে আউট হয়ে যায়। পরবর্তীতে উইকেটে এসে ভরসা যোগায় অর্পণ। অর্পণ ও মাহিন জুটি রীতিমতো হামলে পড়লো দশমীঘাট বোলারদের উপর। সুবাদে ৩৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে এগিয়ে চলোর স্কোর দাঁড়ায় ২২৯ রানে। এর মধ্যে অর্পণ একাই করে অপরাজিত ৯৫ রান। তার এই ইনিংসে ১১ টি চার ও তিনটি ছয়ের মার সামিল রয়েছে। এছাড়া মাহিন ১০৩ বলে ৮৪ রান করে। দশমীঘাটের হয়ে একটি করে উইকেট নেয় আরাফাত হোসেন, শুভম গণ ও দেবজিত দাসরা। পাল্টা খেলতে নেমে দশমিঘাট দল রানের চাপে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এই চাপ আর শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি দল। ফলে ২৩.১ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৪৩ রানই করতে সক্ষম হয় দশমীঘাট দল। বিজয়ী দলের হয়ে তিনটি উইকেট নেয় মাহিন চৌধুরী। এছাড়া দুটো উইকেট নেয় প্রত্যয় দাস চৌধুরী ও নীল দেববর্মারা।