আগামী ২৫ বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী মোদী

গান্ধীনগর, ১০ জানুয়ারি (হি.স.): আগামী ২৫ বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সম্প্রতি ভারত স্বাধীনতার ৭৫-তম বছর উদযাপন করেছে। এখন ভারত আগামী ২৫ বছরের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্বাধীনতার ১০০ বছরে পৌঁছনোর সময় ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আগামী ২৫ বছর ভারতের জন্য ‘অমৃত কাল’ হতে চলেছে। এটা নতুন অঙ্গীকারের সময়।”

প্রধানমন্ত্রীর কথায়, “ভাইব্রেন্ট গুজরাট সামিট অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। ফুড পার্কের উন্নয়ন, নবায়নযোগ্য শক্তিতে সহযোগিতা এবং উদ্ভাবনী স্বাস্থ্যসেবায় বিনিয়োগের জন্য একাধিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী। ভারতের বন্দর পরিকাঠামোর জন্য, সংযুক্ত আরব আমিরশাহীর কোম্পানিগুলি বিলিয়ন ডলারের বিনিয়োগে সম্মত হয়েছে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী নিজেদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।”