লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার লক্ষে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস : আশিস

আগরতলা ,১০ জানুয়ারি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার লক্ষে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস। আজ  মুক্ত ধারা মঞ্চে বৈঠকের শেষে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

এদিন বৈঠকে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যের মাধমে লোকসভার সম্পর্কিত  প্রস্তুতিরকথা তুলে ধরা হয়েছে। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি  আশিস কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেস কমিটির অন্যান্য সদ্যসরা।

এই বৈঠকে শ্রী সাহা বলেন, এই সভা দলীয় কর্মসূচি রূপায়ণ আগামী লোকসভা নির্বাচন সংত্রান্ত বিভিন্ন প্রস্তুতিকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে।