গান্ধী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। মহাত্মা গান্ধী মেমোরিয়াল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বুধবার। এদিন প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবক তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরাও। উদ্বোধনের পর পুরোনো স্মৃতি ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরলেন রাজীব ভট্টাচার্য। তিনি প্রত্যেককে বললেন, পড়াশোনার সঙ্গে সঙ্গে সমাজের জন্য ও কিছু করতে। কেন না ডিগ্রি যেমন প্রয়োজন তেমনি এই সমাজের প্রতি ও দায়িত্ব রয়েছে সবার। তাহলেই এই সমাজ আরও উন্নত থেকে উন্নততর হবে। একই সঙ্গে তিনি বললেন, খেলাধুলার ক্ষেত্রে এখন গোটা বিশ্বের কাছেই পরিচিতি রয়েছে ত্রিপুরার। বেশ কয়েকজন এমন খেলোয়াড় ত্রিপুরা রাজ্যে রয়েছেন যারা আন্তর্জাতিক স্তরে সুনামের সঙ্গেই তুলে ধরেছেন রাজ্যের নাম। এই ধারাবাহিকতা আগামীতেও বহাল থাকবে বলে আশা ব্যক্ত করলেন বিশিষ্ঠ সমাজ সেবক রাজীব ভট্টাচার্য্য। এরপর একে একে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিলো ছাত্র ছাত্রীরা।