নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। বুধবার কংগ্রেস দলের তরফে জানানো হয়েছে যে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান আসলে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি কর্মসূচি। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে রামলালার অভিষেক অনুষ্ঠানের জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রামেশ বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, “কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী সম্মানের সঙ্গে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন, কারণ এই অনুষ্ঠানটি স্পষ্টতই একটি আরএসএস-বিজেপির অনুষ্ঠান।”
জয়রাম রামেশ আরও বলেন, দেশের লক্ষ লক্ষ মানুষের রামের প্রতি আস্থা আছে। ধর্ম একটি ব্যক্তিগত বিষয়। রমেশ অভিযোগ করে আরও বলেন, বিজেপি এবং আরএসএস বছরের পর বছর ধরে রাম মন্দির নির্মাণকে রাজনৈতিক প্রকল্পে পরিণত করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে সফলের জন্য অসম্পূর্ণভাবে নির্মিত মন্দির উদ্বোধন করা হচ্ছে।

