অর্থপাচার মামলা : উদ্ধব ঘনিষ্ঠ বিধায়কের ঠিকানায় ইডি–র হানা

মুম্বই, ৯ জানুয়ারি (হি.স.) : অর্থপাচার মামলায় উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা বিধায়কের ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দল অভিযান চালিয়েছে। শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) বিধায়ক রবীন্দ্র ওয়াইকার এবং তাঁর সঙ্গে যুক্ত কিছু সংস্থায় মঙ্গলবার অভিযান চালায় ইডি। মুম্বই শহরের যোগেশ্বরী এলাকায় একটি বিলাসবহুল হোটেল নির্মাণে অনিয়ম ও কারচুপির অভিযোগে ইডি-র দল অভিযান চালায়।

ইডির আধিকারিকরা জানিয়েছেন, মুম্বই শহরের প্রায় সাতটি স্থানে এদিন অভিযান চালানো হয়েছে। বিধায়ক রবীন্দ্র ওয়াইকারের সহযোগীদের ঠিকানাতেও এদিন তল্লাশি চালানো হয়। ৬৪ বছরের ওয়াইকার, উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠীর একজন বিধায়ক।