ম্যানচেস্টার, ৯ জানুয়ারি (হি.স.): ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেললেও তৃতীয় বিভাগের দল উইগান অ্যাথলেটিকের রক্ষণ ভাগ ভাঙতে বেগ পেতে হল ম্যানচেস্টার ইউনাইটেডকে। অনেক চেষ্টার পর দুই পর্তুগিজ দিওগো দালোত (২২ মিনিট) ও ব্রুনো ফের্নান্দেস (৭৪ মিনিট) গোলের দেখা পেয়ে দলকে জয় উপহার দিয়েছেন।
সোমবার (৯ জানুয়ারি) রাতে উইগানকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে ম্যান ইউনাইটেড। উইগান দুর্গে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে ৩৩টি শট নেয় ম্যান উইনাইটেড, যার ১৪টি ছিল গোলমুখে। পুরো ম্যাচে ৯টি শট নিয়ে ২টি গোলমুখে রাখলেও জালের দেখা পেতে ব্যর্থ হয় উইগানের খেলোয়াড়রা।