রাঁচি, ৯ জানুয়ারি (হি.স.) : ডোমবাড়ি বুরু হত্যাকাণ্ডের অমর বীর শহিদদের শ্রদ্ধা নিবেদন করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি মঙ্গলবার শ্রদ্ধা জানিয়ে বলেন, জালিয়ানওয়ালাবাগের মতো ঝাড়খণ্ডের অনেক নৃশংস ঘটনা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে।
সোরেন মঙ্গলবার এক্স-এ লিখেছেন, “এখানকার মাটি অমর সাহসী শহিদ এবং মহান আন্দোলনকারীদের সংগ্রাম এবং আত্মত্যাগে রঞ্জিত। ডোমবাড়ি বুরু ব্রিটিশ শোষকদের এমন নিষ্ঠুরতা ও নৃশংসতার সাক্ষী, যেখানে বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন। ডোমবাড়ি বুরু হত্যাকাণ্ডের অমর বীর শহিদদের প্রতি জানাই শত শত প্রণাম। ঝাড়খণ্ডের বীর শহিদরা দীর্ঘজীবী হোক।”