গাজিয়াবাদ, ৮ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর। শনিবার গভীর রাতে নির্মাতা নিখিল চৌধুরীর নিরাপত্তার জন্য নিয়োজিত দুই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।
এসিপি স্বাধীন সিং জানিয়েছেন, শনিবার গভীর রাতে গাড়ি করে বাড়ি ফিরছিলেন নিখিল চৌধুরী। দিল্লি পুলিশের হেড কনস্টেবল জয় ওম শর্মা এবং তাঁর নিরাপত্তার জন্য নিয়োজিত উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল জগবীর রাঘবও তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন। কানাভানি কালভার্টের কাছে নিখিল চৌধুরির গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারে, তারপর দুটি গাড়িকে ধাক্কা দিলে জয় ওম শর্মা ও জগবীর রাঘবের মৃত্যু হয়। যদিও নিখিল চৌধুরি ও গাড়ির চালক নিরাপদে রয়েছেন।

