নিলামবাজা‌রে ড্রাগস সহ গ্রেফতার তিন যুবক

নিলামবাজা‌র (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলান্তর্গত নিলামবাজারে পুলিশের অভিযানে বিপুল প‌রিমাণের ড্রাগস সমেত ধরা পড়েছে তিন যুবক। আজ সোমবার সকালে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ড্রাগস সমেত যাদের ধরা হয়েছে তারা কমরুল ইসলাম, কবির উদ্দিন ও হাসান আহমদ।

গোপন খবরের ভিত্তিতে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার দলবল নি‌য়ে কনকপুরে রেলগেট সংলগ্ন এলাকায় সাদা পোশাকে অভিযানে নেমে এই সাফল্য পেয়েছেন। তিন যুবক‌কে আটক করে তাদের হেফাজত থেকে ড্রাগসগু‌লো উদ্ধার ক‌রে পু‌লিশ। ধৃতদের বা‌ড়ি সিঙ্গারি এলাকায়। এদের বিরু‌দ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু ক‌রে‌ছে পু‌লিশ।